নিজস্ব সংবাদদাতা : একটি ভিডিও ক্লিপের সূত্র ধরে ওড়িশার কৃষিমন্ত্রী ও বিজু জনতা দলের (বিজেডি) নেতা রণেন্দ্র প্রতাপ সোয়েনের ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কটক শহরের একটি ব্যস্ত রাস্তায় এক যুবককে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে সে। বৃহস্পতিবার সন্ধ্যায় কটক শহরের প্রতাপ নগরী এলাকায় একটি রোড রেজ ঘটনার জের ধরে এই ঘটনা ঘটে। অমরেন্দ্র প্রতাপ সোয়াইন ওরফে ভিকিকে এই ঘটনায় গ্রেফতার করেছে কটক সদর পুলিশ। অমরেন্দ্র বিজু যুব জনতা দলের (বিওয়াইজেডি) সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টির মতো মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, কটক শহরের উপকণ্ঠে প্রতাপ নগরী এলাকায় দুটি গাড়ি একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যখন একটি গাড়ির চালক অন্যটিকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এর পরে, অন্তত ১০ জন লোক তিনটি গাড়ি থেকে নেমে গাড়ির চালকের সাথে বচসায় জড়ায়। গাড়ির চালককে মারধর করেই থেমে থাকেনি দুর্বৃত্তরা, তাকে রাস্তায় হাঁটু গেড়ে বসতে বাধ্য করে।