গোপীবল্লভপুরে বিজেপি দল ছেড়ে শতাধিক কর্মী ও সমর্থক যোগদান করলো তৃনমূল কংগ্রেসে

author-image
Harmeet
New Update
গোপীবল্লভপুরে বিজেপি দল ছেড়ে শতাধিক কর্মী ও সমর্থক যোগদান করলো তৃনমূল কংগ্রেসে



নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেঁদুগাড়ি ৭ নম্বর অঞ্চলের পিডরাগেড়িয়া বুথের বিজেপি নেতা মথুর মাণ্ডি, সুবোধ মুর্মু, সুন্দর মুর্মু সহ ২০ টি পরিবারের ১০০ জনের ও বেশি বিজেপির কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ, তৃণমূল যুব কংগ্রেসের নেতা রঞ্জিত মহাকুল সহ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, "কেন্দুগাড়ী গ্রাম পঞ্চায়েতের পিডরাগেড়িয়া গ্রামের শতাধিক মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যার ফলে পিডরাগেড়িয়া বুথে বিজেপির আর কোন অস্তিত্বই থাকলো না"। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়ে গিয়েছে। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছু দেয়নি। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন"।