নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন যে চলমান আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিকের পরিবর্তে ভারতের ঋষভ পন্তের প্রয়োজন। আজ পার্থে তাদের তৃতীয় সুপার-১২ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। কপিল দেব এদিন বলেন,'আমি বলতে চাই যে যেহেতু আমাদের কাছে ঋষভ পন্ত আছে, এখনই ভারতের তাকে প্রয়োজন। মনে হচ্ছিল যে দীনেশ কার্তিক কাজটি সম্পন্ন করবেন, তবে উইকেটকিপিংয়েও ফ্যাক্টরিং, আমি মনে করি যে ভারত যদি দলে সেই বাঁ-হাতি বিকল্পটি থাকে তবেই এই দলটিকে সম্পূর্ণ দেখাবে।'