নিজস্ব সংবাদদাতা : ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে ভিটামিনের ভূমিকা অপরিসীম।
১.ভিটামিন এ - ভিটামিন এ ত্বক মেরামত করতে এবং ত্বক পুনোরুদজীবিত করতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাওয়ার অন্তর্ভুক্ত করা উচিত।
২. ভিটামিন কে - এই ভিটামিন ডার্ক সার্কেল দূর করতে ও ক্ষত নিরাময়ের ক্ষেত্রে দুর্দান্ত উপকারী।
৩.ভিটামিন ই - এই ভিটামিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে রক্ষা করে। এবং বার্ধক্যযনিত লক্ষণ প্রতিরোধ করতেও সহায়তা করে