এসটিএফ-এর অভিযানে হরিদ্বারে মিলল ভুয়ো ওষুধের কারখানার সন্ধান

author-image
Harmeet
New Update
এসটিএফ-এর অভিযানে হরিদ্বারে মিলল ভুয়ো ওষুধের কারখানার সন্ধান

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার হরিদ্বার জেলার ভগবানপুর থানা এলাকার দাদা জালালপুর গ্রামে নকল ওষুধের একটি কারখানায় অভিযান চালায় উত্তরাখণ্ড স্পেশাল টাস্ক ফোর্স। এসএসপি এসটিএফ অজয় সিং জানিয়েছেন, খালিদ হুসেনের বাড়ি থেকে তারা প্রচুর পরিমাণে নকল ওষুধ তৈরির মেশিন, তিনটি নকল ওষুধের বাক্স, ৩১৬০টি ওষুধ, নকল মোড়ক এবং কাঁচামাল উদ্ধার করেছে।  ঘটনায় গ্রেফতার হয়েছে ২ জন।