আপেল দিয়ে তৈরি ফেস প্যাক কামাল করবে আপনার গালকে

author-image
Harmeet
New Update
আপেল দিয়ে তৈরি ফেস প্যাক কামাল করবে আপনার গালকে

নিজস্ব সংবাদদাতা : আপেলে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্টস, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। আপেল ত্বকের উপকার করে খুব। ত্বকের কালচে ভাব, ব্রণ, অ্যাকনে, রুক্ষতা, নির্জীবতা দূরে সরিয়ে প্রাণবন্ত করে তোলে। চেহারার সেই আগের জেল্লা ফিরে পেতে চাইলে আপেলকে করে তুলুন রূপচর্চার সঙ্গী।
১. কীভাবে তৈরি করবেন আপেলের ফেস প্যাক?
১ টেবিল চামচ আপেল পিউরি
১ টেবিল চামচ টক দই
১ চা চামচ লেবুর রস
২. প্রণালী - 
একটি বাটিতে সবকটি মিশ্রণ ভালভাবে মিশিয়ে নিন। প্রথমে ভাল করে জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। তোয়ালে দিয়ে হালকা মুছে নিন। এর পর চোখের চারপাশের অংশ ছেড়ে ভাল করে ফেসপ্যাক মেখে নিন গোটা মুখে। ২০ মিনিট অপেক্ষা করুন। যদি দেখেন শুকিয়ে গেছে, ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের জেল্লা বাড়ায়। ত্বকের মরা কোষ দূর করে। লেবু ত্বক ফরসা করে। একটা কথা এখানে বলার আছে, যদি না চান লেবু নাও যোগ করতে পারেন।