ইসিএলের পরিত্যক্ত আবাসনে অসামাজিক কার্যকলাপ

author-image
Harmeet
New Update
ইসিএলের পরিত্যক্ত আবাসনে অসামাজিক কার্যকলাপ

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএলএর বাকোলা এরিয়ার অন্তর্গত তিলাবনিক কোলিয়ারির সামনে রয়েছে ইসিসিএল এর বেশ কিছু পরিত্যক্ত আবাসন। এই আবাসনগুলি ট্রামার ধাউড়া বলে পরিচিত ছিল। বর্তমানে ওই আবাসনগুলির শ্রমিকদের অন্যত্র সরানো হয়েছে। কিন্তু রয়ে গেছে শ্রমিকদের ফেলে যাওয়ার সেই আবাসনগুলি। পরিত্যক্ত আবাসনগুলিতে অবাধ বিচরণ শুরু হয়েছে অসামাজিক দুর্বৃত্তদের। আবাসন গুলিতে কোন মানুষজন নেই কিন্তু পড়ে আছে ভাঙাচোরা ঘর। সেখানে চলছে অসামাজিক কাজ কর্ম, স্থানীয়দের একাংশের অভিযোগ। এই ঘরগুলিতে কোলিয়ারির কয়লা চোরেরা কয়লা স্টক রাখার ঘর হিসেবে ব্যবহার করছে। সব জেনেও উদাসীন তিলাবনী কোলিয়ারির আধিকারিকরা। উদাসীন ইসিএল এর বাকলা এরিয়ার কর্তৃপক্ষ ।


 যদিও এই পরিত্যক্ত আবাসনগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই ইসিএল আধিকারিকদের সাথে কথা বলেছেন শ্রমিক সংগঠন এইচএমএস । সংগঠনের বাকলা এরিয়া সেক্রেটারি মিন্টু ব্যানার্জি বলেন, 'এই আবাসনগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে এজেন্ট এবং জেনারেল ম্যানেজারের সাথে কথা হয়েছে। এবং ইসিএল আধিকারিকরা আশা পেয়েছেন, খুব শীঘ্রই এই আবাসন গুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে যাতে অসামাজিক কাজে যুক্ত লোকেরা এই জায়গাটিকে ব্যবহার করতে না পারে ।'