নিজস্ব সংবাদদাতা : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাউন্টার টেরোরিজম কমিটির একটি বিশেষ বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার ভারতে এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিদেশ সচিব। প্রথম ভারত সফরে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত বলে টুইট করেছেন এস জয়শঙ্কর।
সফররত ব্রিটিশ বিদেশ সচিব জেমস ক্লিভারলির সঙ্গে তার আলোচনায় প্রধানত ফুটে উঠেছে উক্রেন সংঘাত এবং ইন্দো-প্যাসিফিকের পরিস্থিতি। বিদেশ মন্ত্রী বলেন, "আমাদের রোডম্যাপে ২০৩০-এ অগ্রগতির উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইউক্রেন সংঘাত এবং ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে"।