নিজস্ব সংবাদদাতাঃ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। আর এই কারণের জন্য বারংবার দায়ী করা হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। বাবরকে স্বার্থপর হিসেবে অভিহিত করে এবার ওয়াসিম আক্রম বলেন,'করাচির হয়ে বাবর তখন রান পাচ্ছিল না। আমি বাবরকে বলেছিলাম, তিন নম্বরে নামতে। মার্টিন গাপ্টিলকে ওপেন করাতে চেয়েছিলাম। তখনও বাবর বলেছিল, ‘আমি নীচে নামব না। ওপেনই করব। দরকার পড়লে শার্জিলকে তিন নম্বরে নামাও।’ যদি এক জন অধিনায়ক এমন স্বার্থপর হয়, তা হলে দলের বাকিরা কী করবে?'