নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক টি২০ কেরিয়ারের সেরা ইনিংস খেললন বিশ্বকাপের মঞ্চে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। চার ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন চার উইকেট। দিয়েছেন মাত্র ১৩ রান। ইকোনমি রেট ৩.২৫। তাঁর বলে উইকেট হারিয়েছেন কুশল মেন্দিস, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আশালাঙ্কা এবং দসুন শনাকা।