নিজস্ব সংবাদদাতাঃ শীতের আমেজ এলেও দেশের বেশ কয়েকটি অংশে এখনও বৃষ্টি হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, শনিবার উপকূলীয় তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর-পূর্ব মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুধু তাই নয়, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান ও মুজফফরাবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর এবং হিমাচল প্রদেশে ০১ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।