নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র রাশিয়াকে সামরিক ড্রোন দিয়ে সহায়তা করছে ইরান, এমন দাবি পশ্চিমা শক্তিধর দেশগুলোর। এ অবস্থায় রাশিয়াকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইরানকে জোরালো আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইরানের তৈরি ‘কামিকাজে’ ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে মস্কো। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপ হয় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর। কুলেবা টুইট বার্তায় জানান, "আমি আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেনই আমিরাবদুল্লাহিয়ানের কাছ থেকে ফোন পেয়েছি। বেসামরিক নাগরিক হত্যা এবং অবকাঠামোয় হামলা বন্ধে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানিয়েছি ইরানকে।"