New Update
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস,আহত বেশ কয়েকজন। ঘটনার ফলে গুরুতর আহত দুজন যাত্রীকে নিয়ে আসা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঘাটাল থেকে তমলুকগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। বাসটি উল্টে একটি বিশাল গাছে আটকে যাওয়ার জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। স্থানীয়দের দাবি, দুটি বাস একই সাথে যাচ্ছিল একে অপরকে ওভারটেক করতে গিয়েই এই দূর্ঘটনা ঘটে। যদিও ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।
বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা আহত বাসযাত্রীদের দেখতে হাসপাতালে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক জানান, "বাসে থাকা যাত্রীদের মধ্যে কম বেশি সকলেই চোট পেয়েছে তবে তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘাটাল মহকুমা হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছে বাকি ৩ জন পাঁশকুড়াতে ভর্তি রয়েছে। দাসপুরে একের পর এক সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মহকুমা শাসক জানান, এনিয়ে আগেই পুলিশ প্রশাসন ও পরিবহন কর্মীদের বৈঠক হয়েছে, সেমিনারও করা হয়েছে দুর্ঘটনা ঠেকাতে। তবে কি কারণে বারে বারে দুর্ঘটনা ঘটছে তার কারণ সম্পর্কে পুলিশ রিপোর্ট দিতে পারবে। আর রেষারেষি বা ওভারটেক করতে গিয়ে যদি দুর্ঘটনা হয় তা নিয়েও আবার পরিবহন কর্মীদের নিয়ে বৈঠকে বসা হবে, সচেতন করা হবে এবং এক্ষেত্রে পুলিশ জরিমানা সহ উপযুক্ত পদক্ষেপ নেবে।"
rescue
trending news
paschim medinipur
jagannathpur area
passenger
daspur
daspur police
bengali news
west bengal
latest news
bus
accident
injury
local people
Daily News
ghatal hospital