ধানজমিতে পড়ে থাকা ছেঁড়া হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের

author-image
Harmeet
New Update
ধানজমিতে পড়ে থাকা ছেঁড়া হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শুক্রবার সন্ধ্যায় মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৌড়জামুয়া এলাকায় মৃত্যু হল বাবা ও ছেলের। জানা গেছে ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। আর ওখানে পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর দীর্ঘক্ষণ বাবা ফিরছে না দেখে বাবাকে ডাকতে গিয়ে সেখানে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার ছেলে ২৯ বছর বয়সী বিষ্ণুপদ করের। এরপর স্থানীয়রা দুজনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  এলাকায়।