নিজস্ব সংবাদদাতাঃ আসাম পুলিশের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিদপ্তর আসাম সরকারের যুগ্ম সচিব কে কে শর্মাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, তিনি নিরাপত্তা সংস্থার লাইসেন্স পুনর্নবীকরণের জন্য একজন অভিযোগকারীর কাছ থেকে ৯০,০০০ টাকা ঘুষ গ্রহণ করছিলেন, সেই সময়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে ৪৯.২৪৭ লক্ষ টাকার হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করে পুলিশ।