নিজস্ব সংবাদদাতাঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধ খাস কলকাতায়। শনিবার সকালে পথ অবরোধে নামেন জোড়াবাগান এলাকার বাসিন্দারা। অভিযোগ, জল নিয়ে দীর্ঘদিন সমস্যা হচ্ছে এলাকায়। এরপরই শনিবার সকাল থেকে অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিছু পরেই আসেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজা।অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সকাল সাড়ে ৯টা থেকে জোড়াবাগানে রাস্তা অবরোধ শুরু হয়। জোড়াবাগান মোড় ও নিমতলা ঘাট স্ট্রিট ক্রসিং অর্থাৎ চার মাথার মোড় ২ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখেন এলাকার বাসিন্দারা।
তাঁদের একটাই দাবি, জল চালু করতে হবে। তাহলেই রাস্তা পরিষ্কার করে দেবেন তাঁরা।