নিজস্ব সংবাদদাতাঃ অগ্রসরমান ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্ভাব্য বড় ধরনের লড়াইয়ের আগে দখলকৃত খেরসন থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রুশ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে অন্তত ৭০ হাজার নাগরিককে ডনিপ্রো নদীর পূর্ব তীরে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেন এই পদক্ষেপকে জোরপূর্বক মানুষদের সরিয়ে নেওয়া বলে অভিযোগ করেছে। স্থানীয় একজন রুশ মিলিশিয়া কমান্ডার বলেছেন, আমরা খেরসন রক্ষার প্রস্তুতি নিচ্ছি।