নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার হামলার নতুন তথ্য সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেনে হামলা চালাতে সাড়ে চার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানে আকাশপথে রুশ বাহিনী আট হাজার হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি।
সম্প্রতি আকাশ পথে চালানো হামলায় ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের দেশটির বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ব্যবহৃত ৩০০টি কামিকাজে ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা।এদিকে একটি কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন জেলেনস্কি। এ ছবি প্রকাশ করে জেলেনস্কি বলেন, ‘গোলার আঘাত আমাদের ভাঙতে পারবে না।’