নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের একাধিক জেলায় স্ট্যাম্প পেপারে বহু মহিলাকে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকে ঘিরে সরগরম মরু রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যে রাজস্থান সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এবার এই ঘটনায় অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, 'ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে যখন বিজেপি ক্ষমতায় ছিল। ২০১৯ সালের আমরা ক্ষমতায় এসে এটি প্রকাশ করেছি। ২১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, ৩ জন মারা গেছে এবং ১ জন পলাতক। এতে দুই শিশু মারা যায়, বাকিরা তাদের বাড়িতে চলে যায়। এটি জাতীয় খবরে পরিণত হয়েছিল।'