Delhi Pollution: বাতাসে বাড়িছে বিষ, দূষণে নয়নে জ্বালা

author-image
Harmeet
New Update
Delhi Pollution: বাতাসে বাড়িছে বিষ, দূষণে নয়নে জ্বালা

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এবার বিপজ্জনক স্তর অতিক্রম করল। গত বেশ কয়েক বছর ধরে জমিয়ে শীত পড়ার ঠিক আগে দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এবারও তেমনটা হল। দিল্লিতে দূষণের মাত্রা সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩০৯ ছাড়িয়ে গেল। রাজধানীতে ‘খুব খারাপ’ বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছে। এর ফলে দিল্লির বিভিন্ন জায়গায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ জ্বালাও হচ্ছে বলে বেশ কয়েকজন জানালেন।