নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে এমনিতেই দূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। স্বাভাবিক সময়েই সেখানে নিঃশ্বাস নেওয়া দায়। এর উপর খড় পোড়ানোর কারণে সেই মাত্রা আরও বেড়েছে। ধোঁয়ায় ঢেকেছে রাজপথ। দূষণের মাত্রা মাথায় রেখে এবারও দিল্লির সরকার দীপাবলিতে আতসবাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির অলিতে গলিতে চলেছে দেদার বাজি উৎসব। এই উদাসীনতার ফলাফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিল্লিবাসী। দীপাবলির পরেই দিল্লির বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ‘খারাপ’ হয়েছিল। শনিবার সেই বাতাসের মান আরও খারাপ হয়ে ‘গুরুতর’ ও ‘খুব খারাপ’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৫৫, মথুরা রোড এলাকায় ৩৪০ এবং নয়ডায় ৩৯২।