নিজস্ব সংবাদদাতা: গোটা চন্দননগর সেজে ওঠে আলোকমালায়৷ এবারও দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর৷ তবে রাতে নয়, দিনের বেলা সকাল দশটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে আলোর শহর। শুক্রবার চন্দননগরে জ্যোতিরিন্দ্র সভাগৃহে জেলা প্রশাসন ও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে একথা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রসঙ্গত, গত বছরই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চন্দননগরে বিদ্যুৎ সমস্যা মিটিয়ে এবার দশমীতে বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ শেষ হয়ে যাবে। যে কাজের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। বিদ্যুৎমন্ত্রী এদিন ঘোষণা করেন ডিসেম্বরের শেষ, নয়তো জানুয়ারির শুরুতে এই কাজ শুরু হবে। আগামী বছর আর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না চন্দননগর।