নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের শেষে গুজরাটের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগে গুজরাট সরকার শুক্রবার ৬৩০.৩৪ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে কৃষকদের জন্য, যারা এই বর্ষায় ভারী বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন।১৪টি জেলায় ক্ষতি-মূল্যায়ন সমীক্ষা চালানোর পরে প্যাকেজটি ঘোষণা করা হয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (এসডিআরএফ) এবং রাজ্য বাজেট থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কলা বাগানের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দুই হেক্টরের সীমা সহ প্রতি হেক্টর প্রতি ৩০,০০০ রাখা হয়েছে."