দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খুনের অভিযোগে পিংলায় বিজেপির মন্ডল সভাপতিকে গ্রেফতার করলো পিংলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপির মন্ডল সভাপতির নাম জগন্নাথ শিং। গ্রাম সাঙ্গাড়। ওই বিজেপি নেতার দীর্ঘ দিন ধরে প্যান্ডেল ও ডেকোরেটার্স এর ব্যাবসা রয়েছে। সেই সূত্রেই পিংলার সাঙ্গাড় এলাকায় এক নাবালককে নারায়নগড় থানা এলাকায় কাজে পাঠায়। আর সেখানেই ইলেকট্রিক শক খেয়ে মারা যায় সে। তারপরেই মৃতদেহ নিয়ে গ্রামে পৌঁছায় জগন্নাথ শিং। আর তার পরেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। এমনকি তারা এলাকার রাস্তার অবরোধ করে। পরে পিংলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পাশাপাশি গতকালই মৃত নাবালকের বাবা জগন্নাথ শিংয়ের নামে ছেলেকে খুন করার অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে ওই বিজেপি নেতা তথা ডেকোরেটার্স ব্যাবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। আজ অর্থাৎ শুক্রবারই মেদিনীপুর আদালতে তোলা হয়েছে জগন্নাথ শিংকে। অপরদিকে এই ঘটনা নিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, 'রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমরা কোর্টে যাবো৷ আসল সত্যি বাইরে বেরিয়ে আসবে। তৃণমূলের মদতে এই সব হচ্ছে।'