শহরে আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ

author-image
Harmeet
New Update
শহরে আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ



 নিজস্ব সংবাদদাতাঃ
এবার শহরে আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ। জানা গিয়েছে, শুক্রবার মুম্বইয়ের বোরিভালির ওয়াজিরা নাকা এলাকায় একটি তিনতলা ভবনের একটি অংশ ধসে পড়ার পর নীচে ৪-৫টি গাড়ি আটকে পড়ে। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।