নিজস্ব সংবাদদাতা: বীরভূমের নলহাটিতে ভিনরাজ্য থেকে পাচারের সময় ৩৭টি গরু উদ্ধারৃ। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। ঘটনায় গ্রেফতার ৩।