নিজস্ব প্রতিনিধি-ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি ঝড়ের কারণে ভূমিধস ও বন্যায় ইতিমধ্যেই ৩১ জন নিহত হয়েছেন বলে শুক্রবার এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন।বৃষ্টির জলের স্রোতে রাতারাতি উপড়ে পড়ে গাছ,
/)
সেই সঙ্গে পাথর এবং কাদায় ভরা আকস্মিক বন্যা দেখা দিয়েছে, ৩০০০,০০০ জনসংখ্যার শহর কোটাবাটোর আশেপাশের প্রধানত গ্রামীণ জনগোষ্ঠীতে রাতারাতি মহামারী দেখা দিয়েছে।