কলকাতা: আচমকাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি ঘটল। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমেছে ৯০-এর নীচে বলে খবর। নিজে থেকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।