নিজস্ব সংবাদদাতাঃ ইরানে হিজাব-বিরোধী আন্দোলনে গুলি চালানোর ফলে বুধবার থেকে নতুন করে অন্তত আট জন বিক্ষোভকারী মারা গিয়েছেন। বুধবার মাহশার মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তাঁরই শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁরা হিজাব নিয়ে সরকারের কট্টর মনোভাবের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি মাহশার জন্য শোকজ্ঞাপনও করছিলেন। সেই জমায়েতে গুলি চালায় সরকারের সশস্ত্র বাহিনী। সূত্রে খবর, হিজাব-বিরোধী সেই জমায়েতের উপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর ফলে আট জন নিহত এবং বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন।