প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেজরিওয়াল

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতা : টাকায় মহাত্মা গান্ধীর পাশাপাশি লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর প্রস্তাব দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক। এবার ১৩০ কোটি ভারতীয়র হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আপ প্রধান। চিঠিতে প্রধানমন্ত্রীকে লক্ষ্মী এবং গণেশের ছবি অন্তর্ভুক্ত করার কথা বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।দিল্লির মুখ্যমন্ত্রী টুইটে জানান, "আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছি, ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে অনুরোধ করেছি যে মহাত্মা গান্ধীর সাথে লক্ষ্মী গণেশজির ছবিও ভারতীয় মুদ্রায় ছাপাতে হবে।" চিঠিতে কেজরি প্রধানমন্ত্রীকে বলেন, "১৩ কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা একদিকে মহাত্মা গান্ধীর এবং অন্যদিকে গণেশ ও লক্ষ্মীর ছবি। দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও ভারতকে গণনা করা হচ্ছে দরিদ্র জাতির মধ্যে। আমাদের দেশে এখনও অনেক মানুষ দরিদ্র। কেন?" অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেছেন, "আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের নতুন মুদ্রার নোটে গান্ধীজির ছবির সাথে শ্রী গণেশ জি এবং শ্রী লক্ষ্মী জির ছবি লাগাতে আবেদন করছি।আমরা দাবি করছি না যে পুরানো মুদ্রা পরিবর্তন করা হোক, তবে নতুন নোটে এই ছবি থাকতে পারে।"