ওসি সন্দীপ সেনকে শোকজ

author-image
Harmeet
New Update
ওসি সন্দীপ সেনকে শোকজ

নিজস্ব সংবাদদাতা:  কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। ওসি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার জবাব তলব করেছেন এসপি কে শবরী রাজকুমার। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসীরা বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। সেই গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।