দুয়ারে এখন 'জয় বাংলা পেনশন স্কিম'

author-image
Harmeet
New Update
দুয়ারে এখন 'জয় বাংলা পেনশন স্কিম'

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দুয়ারে এখন রাজ্য সরকারের 'জয় বাংলা পেনশন স্কিম'। আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের উদ্যোগে কালচিনি ব্লকে রাজাভাত খাওয়া গ্রামপঞ্চায়েতে শুরু করাহলো জয়বাংলা পেনশন স্কিম। রীতিমতো বিডিও প্রশান্ত বর্মন নিজে উপস্থিত থেকে রাজাভাত খাওয়া গ্রামপঞ্চায়েতে শিবির করে ষাটোর্ধ তফসিলি জাতি এবং উপজাতিদের ব্যক্তিদের ফর্ম ফিলাপ করে নেওয়া হয়। মোট ৩০ জন তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের পেনশন স্কিমের ফর্ম ফিলাপ করাহয়। স্বাভাবিক ভাবেই কালচিনি ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশীর উচ্ছ্বাস চা-বাগান গুলোতে।