নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। বৃহস্পতিবার ভালদাই ডিসকাসন ক্লাবে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন বলেন, "তার দেশ ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কিয়েভ আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নয়। তারা রাশিয়ার সঙ্গে আলোচনা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।" তিনি বলেন, ‘এই সমস্যার সমাধান করা খুবই সহজ যদি ওয়াশিংটন কিয়েভকে তার অবস্থান পরিবর্তন এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের ইঙ্গিত দেয়।’