নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, বিশ্বমোড়ল হিসেবে পশ্চিমাদের একক অধিপত্যের দিন শেষের পথে। গড়ে উঠছে নতুন একটি বিশ্বব্যবস্থা। তিনি বলেন, "রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে মরিয়া পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে সফলতা পেতে তারা পারমাণবিক হামলার কথা তুলে ব্ল্যাকমেইল করছে।"
তিনি আরও বলেন, "বিভিন্ন দেশের সার্বভৌমত্ব অস্বীকার করে বিপজ্জনক, রক্তক্ষয়ী ও নোংরা খেলা খেলছে পশ্চিমারা। আন্তর্জাতিক অঙ্গনে তাদের অধিপত্যের দিন শেষ হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়তো সবচেয়ে বিপজ্জনক, অনিশ্চিত এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ দশক দেখতে যাচ্ছে বিশ্ব।" যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চাচ্ছে অভিযোগ করে পুতিন বলেন, 'বিশ্বব্যবস্থার নেতৃত্বে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। তবে এই সক্ষমতা তাদের আর নেই।' পুতিনের ভাষায়, ‘ভবিষ্যতের নতুন বিশ্ব ব্যবস্থা আমাদের চোখের সামনেই গড়ে উঠছে।’