ইউক্রেন যুদ্ধের মাঝে মস্কোতে পা রাখছেন জয়শংকর

author-image
Harmeet
New Update
ইউক্রেন যুদ্ধের মাঝে মস্কোতে পা রাখছেন জয়শংকর

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি নতুন করে ইউক্রেনে সংঘাতের তীব্রতা বেড়েছে। পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার তরফে হামলা বাড়ানো হয়েছে। এই আবহে বিশ্বব্যাপী উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই মাঝে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর মস্কো সফরে যেতে চলেছেন আগামী মাসে। সূত্রে খবর, "পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ৮ নভেম্বর প্রথম রাশিয়া সফর করবেন।" মস্কোতে গিয়ে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে একটি সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ল্যাভরভ আগামী মাসে জয়শংকরের সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা এবং আন্তর্জাতিক এজেন্ডা নিয়ে আলোচনা করবেন।"