শুভেন্দুর জেলায় আবার ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২০০ কর্মী-সমর্থক

author-image
Harmeet
New Update
শুভেন্দুর জেলায় আবার ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২০০ কর্মী-সমর্থক



দিগ্বিজয় মাহালী: নন্দীগ্রামের পরে এবার পাঁশকুড়া। ব্যাপক ধস নামল বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি বিধায়ক সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২০০ কর্মী-সমর্থক। সকলেই পাঁশকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এঁদের মধ্যে রয়েছেন বিজেপির পাঁশকুড়া শহর মণ্ডল প্রাক্তন সভাপতি তরুণ আদক। তাঁর নেতৃত্বেই ধস নামল গেরুয়া শিবিরে। তৃণমূলে যোগদান করে প্রত্যেকেই অকপটে স্বীকার করেছেন, বিজেপিতে গিয়ে আমরা ভুল করেছিলাম। সেখানে রীতিমতো দমবন্ধ করা পরিস্থিতি। দলে কোনও গণতন্ত্র নেই। উন্নয়নের কোনও বার্তা নেই। শুধুই বিভাজনের রাজনীতি। নিজেদের মধ্যে খেয়োখেয়ি। তৃণমূলে যোগ দিয়ে সকলেই জানিয়েছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলার উন্নয়নই তাঁদের একমাত্র লক্ষ্য। জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের মন্তব্য, "গোটা রাজ্যেই দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বিজেপি। ধুয়েমুছে সাফ হয়ে যাবে তারা। সেদিন আর খুব দূরে নয়। এদিকে নন্দীগ্রামের পরে পাঁশকুড়ায় এমন বড় ধাক্কায় স্পষ্টতই বিপর্যস্ত গেরুয়া শিবির"।