ভারত সরকারের ভাবনায় পরিবেশ পরিষ্কারে বিশেষ উদ্যোগ হলদিয়া ডক কমপ্লেক্সের

author-image
Harmeet
New Update
ভারত সরকারের ভাবনায় পরিবেশ পরিষ্কারে বিশেষ উদ্যোগ হলদিয়া ডক কমপ্লেক্সের





নিউজ ডেস্ক, হলদিয়া: ভারত সরকার মনে করে - নদী যদি পরিষ্কার থাকে, মানব সভ্যতাও সুন্দর ও পরিচ্ছন্ন হবে। তাই নদীকে দূষণমুক্ত করার জন্য নদী ও সমুদ্র পাড় পরিস্কার করা প্রয়োজন। পাশাপাশি কর্মস্থলেও সময়ে সমস্ত কাজ শেষ করতে হবে। এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার অক্টোবর মাস জুড়ে সরকারি সংস্থাগুলিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অধীনস্থ হলদিয়া ডক কমপ্লেক্সের উদ্যোগে আজ হলদিয়ার মেরিন ড্রাইভ সহ সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার করা হয়। বিশেষ এই কর্মসূচিতে অংশ নেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা সহ বন্দরের আধিকারিক, কর্মী ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানরা। প্লাস্টিক থার্মোকল সহ ভ্রমণার্থীদের নদীর পাড়ে ফেলে যাওয়া নন-বায়ো ডিগ্রেডেবল পদার্থগুলোকে পরিষ্কার করা হয়। ডেপুটি চেয়ারম্যান শ্রী মেহেরা বলেন, "কার্যক্ষেত্রেও কোন কাজ যেন ফেলে রাখা না হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে বন্দরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার টাঙানো হয়েছে এবং ডাস্টবিন রাখা হয়েছে। যাতে এই ডাস্টবিনে বর্জ্য ফেলে নাগরিকরা পরিবেশ দূষণমুক্ত রাখেন। অক্টোবর মাসে মোট ছ'বার নদীর পাড় পরিষ্কার করা হয়েছে। আজ প্রায় ১৫০ কেজি প্লাস্টিক, থার্মোকল প্রভৃতি বর্জ্য পরিষ্কার করা হয়েছে"।