নিজস্ব প্রতিনিধি-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের 'আদেশে' গত মার্চে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা থেকে বেরিয়ে এসেছে ইউক্রেন।"লেখাটি প্রস্তুত ছিল... এবং তারপর হঠাৎ করে ইউক্রেনীয় পক্ষ রাডার বন্ধ হয়ে যায়,
ইউক্রেনীয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে অনিচ্ছা ঘোষণা করে," ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন এটি "সুস্পষ্ট" বলে মনে করেন যে আলোচনা বন্ধ করার সিদ্ধান্তটি "ওয়াশিংটনের একটি আদেশে" ঘটেছে।