নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরা সফরে গিয়ে বিভিন্ন জায়গায় বাধা পান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির ওপর লাঠি দিয়ে হামলা করে বলে অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন অভিষেক। তিনি বলেন, 'ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। অতিথি দেব ভব-র নামে যা হল তা সবাই দেখেছে। আমি যাতে মন্দিরে না পৌঁছাতে পারি তার জন্য সবরকম চেষ্টা করেছে বিজেপি। লাঠি, বাঁশ, রোড দিয়ে মারা হয়েছে। আমার সঙ্গে থাকা ৩ নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে। আমাকে আটকাতে ১০০ মিটার ছাড়া রাস্তা অবরোধ করা হয়েছে। আমাদের যত তাতাবে তত শক্তিশালী হবে তৃণমূল।