নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে অশ্বারোহণের জাম্পিং ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতীয় অশ্বারোহী ফওয়াদ মির্জা এবং তাঁর ঘোড়া মিকি(সেইগনেউর মেডিকট)। এর সঙ্গেই ঐতিহাসিক নজিরও স্পর্শ করলেন ফওয়াদ। ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ফওয়াদ সংগ্রহ করেছেন ৪৭.২০ পেনাল্টি পয়েন্ট। সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে ফাইনালে নামবেন ফওয়াদ এবং মিকি।