নিজস্ব সংবাদদাতাঃ ২০২২ সালের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি তাঁর অত্যাশ্চর্য ফর্ম অব্যাহত রেখেছেন। প্রাক্তন অধিনায়ক এদিন তার টানা দ্বিতীয় অর্ধ শতরান হাঁকান। এইবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাদের দ্বিতীয় সুপার ১২ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রান করেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি।