নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে প্রায় ১০টি নির্বাচনী জনসভা করার প্রস্তাব দিচ্ছে বিজেপি। এই ১০টি সমাবেশ ছাড়াও কুড়িটিরও বেশি জনসভা করতে পারবেন যোগী আদিত্যনাথ। যদিও এই সমাবেশগুলি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে শুক্রবারের মধ্যে সমাবেশের সম্পূর্ণ নীলনকশা প্রস্তুত করা হবে বলে আশা করা হচ্ছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত এক বরিষ্ঠ নেতার কথায়, 'যোগী আদিত্যনাথ বিজেপির মুখগুলির মধ্যে অন্যতম, যিনি তাঁর সরকারের কাজকর্ম এবং আইন-শৃঙ্খলার পাশাপাশি অপরাধী ও বিরোধীদের মধ্যে শক্তিশালী নেতৃত্বের ক্ষমতা সম্পন্ন নেতা হিসাবে পরিচিত। উল্লিখিত নেতা বলেছেন যে যোগী আদিত্যনাথের ভাবমূর্তি হিমাচল বিজেপির জন্য ব্যাপকভাবে উপকৃত হবে।' বিজেপি সূত্রে খবর, যোগী আদিত্যনাথের সমাবেশ ছাড়াও প্রধানমন্ত্রী মোদী, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি-সহ বহু বড় বড় নেতার সমাবেশের পুরো রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে।