নিজস্ব সংবাদদাতা : সমাজবাদী পার্টির নেতা আজম খানকে ২০১৯ সালে ঘৃণ্য বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বিকেল ৩টায় সাজা ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তৎকালীন ডিএম আইএএস অঞ্জনেয়া কুমার সিং-এর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ২০১৯-এর ৯ এপ্রিল রামপুরের মিলাক কোতোয়ালিতে আজম খানের বিরুদ্ধে ১৫৩ এ (দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) ধারায় মামলা দায়ের করা হয়। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১২৫ ধারা সহ আইপিসির-এর ৫০৫-১ (জনসাধারণের দুষ্টুমি করার বিবৃতি) ধারাতেও মামলা হয়েছে।