বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন প্রাক্তন বিধায়ক

author-image
Harmeet
New Update
বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন প্রাক্তন বিধায়ক

হরি ঘোষ, অন্ডাল : আজ ভাইফোঁটা, ভাই বোনের পবিত্র সম্পর্কে দিন । ভাইদের মঙ্গল কামনায় বোনেরা সকাল থেকেই ভগবানের কাছে প্রার্থনা করেন। ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন দিদি ও বোনেরা । পাশাপাশি ভাইদের মিষ্টিমুখ ও সুন্দর সুন্দর পদ রান্না করে খাওয়ানোর রীতি রয়েছে এদের।কিন্তু বৃদ্ধাশ্রমে রয়েছেন যে সকল আবাসিকরা ভাইফোঁটার দিন তাদের মন ভারাক্রান্ত যাতে না হয় তার চেষ্টা করলো বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। রানীগঞ্জ বিধানসভার অন্ডালের খান্দরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা উপলক্ষে আয়োজন করা হয়েছে ভাইফোঁটার অনুষ্ঠান। এই আবাসনে পুরুষ ও মহিলা মিলে রয়েছেন ২৯ জন আবাসিক । প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে এখানে । আবাসনের মহিলা আবাসিকরা পুরুষ আবাসিকদের ভাতৃত্ববন্ধনে আবদ্ধ করেন । শুধু তাই নয় একে অপরকে উপহার দেওয়ার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ । 



বৃদ্ধাশ্রমের মহিলা আবাসিকদের থেকে ভাইফোঁটা নিলেন রানিগঞ্জের সিপিআইএমের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত । আবাসনের এই ভাইফোঁটার অনুষ্ঠানে রুনু দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।এভাবে ভাইফোঁটার দিনে, নিজেদের ভাই-বোনদের ছেড়ে অন্য জায়গায় এসে ভাইফোঁটার সেই আনন্দ অন্য দাদা ভাইদের কপালে ভাইফোঁটা দিয়ে আনন্দিত আবাসনের আবাসিক মহিলারা । পাশাপাশি এই বয়সে বৃদ্ধাশ্রমে এসে নতুন করে বোন পেয়ে খুশি আবাসনের পুরুষরাও।