সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ির উপর হামলার আঁচ পড়লো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষথেকে শহরের প্রাণকেন্দ্র কলেজ হল্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। ঘন্টাখানিক এই বিক্ষোভের ফলে প্রচুর গাড়ির অন্য রাস্তা দিয়ে পাস করানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ত্রিপুরা সফর। আর তা ঘিরেই উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। উদয়পুরে মাতাবাড়ি এলাকায় অভিষেক পৌঁছনো মাত্রই তাঁকে দেখে ‘গো -ব্যাক’ স্লোগান দিল বিজেপি কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। এমনকি বাঁশ দিয়ে তাঁর গাড়িতেও আঘাত করেন বিজেপি কর্মীরা। সেই হামলার ভিডিও নিজেই ট্যুইটারে তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ভিডিওতে দেখা যায়, বিজেপির পতাকা নিয়ে রাস্তার ধারে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। সেই সময়ই পরপর বাঁশের আঘাতও পড়ছে। পরিস্থিতি দেখে বিজেপিকে একহাত নিতে দেরি করেননি অভিষেক।তৃণমূল সাংসদ তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুলে লেখেন, 'বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের অবস্থা দেখুন। খুব ভালো বিপ্লব দেব এ রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন।'