ভাতৃদ্বিতীয়ায় মাছের বাজারে উপচে পড়া ভিড়, উল্টো ছবি মাংসের দোকানে

author-image
Harmeet
New Update
ভাতৃদ্বিতীয়ায় মাছের বাজারে উপচে পড়া ভিড়, উল্টো ছবি মাংসের দোকানে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ভাতৃদ্বিতীয়ায় মাছের বাজারে উপচে পড়া ভিড় কিন্তু উল্টো ছবি মাংসের দোকানগুলিতে। বৃহস্পতিবার হওয়ায় ভাই ফোঁটার বাজারে মন্দা মাংসের বাজার।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা,দাসপুর সহ বিভিন্ন এলাকার বাজারগুলিতে ঘুরে এমনই ছবি উঠে এলো।ভাতৃদ্বিতীয়া তিথি অনুযায়ী আজ বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের কারণেই ভাতৃদ্বিতিয়াতে অনেক মানুষ মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।তাই মাংস পিয়াসি মানুষ কিছুটা হলেও মাছের দিকে ঝুঁকেছে,তাই অন্যান্য দিনের মতো মাংসের দাম একই থাকলেও বিক্রি একেবারেই কম।





অপরদিকে উল্টো ছবি মাছের বাজারগুলিতে। সকাল থেকে মাছের বাজারগুলিতে উপচে পড়া ভিড় অন্যান্য দিনের তুলনায়,চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। কাতলা ৩৫০ -৪০০ টাকা রুই-মৃগেল ২০০ থেকে ২৭৫ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১০০০ টাকা (সাইজ মতো)। আর এদিকে মুরগি গোটা ১২০ টাকা কাটা ২০০ টাকা খাসির মাংস ৭০০-৭৫০ টাকা থাকলেও ভাতৃদ্বিতীয় বেশিরভাগ পরিবারেই বৃহস্পতিবার থাকার কারণে মাংসের থেকে মাছের বাজারে উপচে পড়া ভিড়।বৃহস্পতিবার ভাই ফোঁটার বাজারে একদিকে মাছের বাজার চাঙ্গা হওয়ায় চওড়া হাসি মাছ বিক্রেতাদের মুখে আর উল্টো ছবি মাংসের দোকানগুলিতে,আজকের মতো বিশেষ দিনে যেখানে দোকানে তিল ধারনের জায়গা থাকতো না মাংসের দোকানে দোকানে সেখানে আজ মুখভার মাংস বিক্রেতাদের।