গঙ্গার বুকে শোভা পাচ্ছে ছট পুজোর চিত্র

author-image
Harmeet
New Update
গঙ্গার বুকে শোভা পাচ্ছে ছট পুজোর চিত্র

নিজস্ব সংবাদদাতা : রবিবার ছট পুজো। তার আগে বিহারে গঙ্গার বুকে শোভা পাচ্ছে ছট পুজোর চিত্র। ২১ ফুট দীর্ঘ ও ১৫ ফুট চওড়া পেইন্টিংটি তৈরি করেছেন শিল্পী ও অ্যামিটি ইউনিভার্সিটির পড়ুয়ারা মিলে। সুতির কাপড়ের ওপর ফ্যাব্রিক থেকে তৈরি করা হয়েছে চিত্রটি।বিহারের শিল্প ও সংস্কৃতি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। রঙের জন্য হলুদ, নীল, চন্দন পাউডারের মতো প্রাকৃতিক পণ্য ব্যবহার করা হয়েছে।



অ্যামিটি ইউনিভার্সিটি প্রো ভিসি ডঃ ভি পান্ডে বলেন, 'আমরা চাই এই উৎসবের বার্তা সারা বিশ্বে পৌঁছে যাক। আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের জন্য এটি জমা দেব। পুরো বিশ্ব এটি দেখতে সক্ষম হবে।'