নিজস্ব সংবাদদাতাঃ অভিনেতা আদিত্য রায় কাপুরের আগামী ছবির নাম হল ‘ওমঃ দ্য ব্যাটেল উইদইন’। সেই ছবিতে আদিত্যর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সঞ্জনা সাংঘি। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সেই ছবির শ্যুটিং সাড়তেই রাশিয়া উড়ে যাচ্ছে আদিত্য,সঞ্জনা-সহ ছবির পুরো টিম।