নিজস্ব সংবাদদাতা: আগের সেশনেই এক লাফে ৩% বেড়েছিল। সেই ধারাই অব্যাহত থাকল। বৃহস্পতিবার প্রাথমিক বাণিজ্যে এশিয়ায় ক্রমেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯৫.৯৪ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১৯ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৮.১০ ডলারে দাঁড়িয়েছে। অপরিশোধিত তেলের সঙ্গে দেশের শোধিত তেলের দাম অনেকটাই জড়িয়ে থাকে। যদিও সেই দাম ধরে রাখার চেষ্টায় সরকার। কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার। অন্যদিকে এদিন এক লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।