নিজস্ব প্রতিনিধি: সূত্রের থবর, সংসদে অচলাবস্থা এবং অবিরাম বিঘ্নের মাঝে মঙ্গলবার সকালে ১৪টিরও বেশি বিরোধী দল বাইরে 'নকল সংসদ' এর বিকল্পটি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।
দলগুলির অভিযোগ যে সংসদে তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না।
১৯ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধী দলগুলির বিক্ষোভ এবং পেগাসাস আড়িপাতা কেলেঙ্কারি এবং কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনার দাবির কারণে সংসদে খুব কমই কাজ হয়েছে।